বিরোধী দলের নেতাকর্মীদের মধ্যে ভীতি ছড়াতে অপহরণের নাটক ঃ রিজভী


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা জুলাই ২০১৭, মঙ্গলবার  | রাত ০৮:৫৩ রাজনীতি

ই-বার্তা ।। নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের নেতাকর্মীদের মধ্যে ভীতি ছড়িয়ে দেয়ার জন্য অপহরণের নাটক করেছে সরকার তাই রাষ্ট্রীয় সহযোগিতায় লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার বিকেলে নয়াপল্টনের ভাসানি ভবনে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের কর্মী সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ফরহাদ মজহারকে কি একটা ছিটকে সন্ত্রাসী অপহরণ করতে পারে যদি রাষ্ট্রের আরুকুল্ল না থাকে। রাষ্ট্রের আরুকুল্লে ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটি জাতিকে জানিয়ে দেওয়া ফরহাদ মজহারকে গুম করা হয়েছে। দেখি প্রতিক্রিয়া কি হতে পারে। এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। আর পুলিশ বলছে সাজানো নাটোক। আর হ্যাঁ এই সাজানো নাটোক তো আপনারাই করেন।’

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ