প্রিয়মুখ পাপিয়া সেলিম আর নেই


ই-বার্তা প্রকাশিত: ৯ই জুলাই ২০১৭, রবিবার  | বিকাল ০৩:৫১ ছোট পর্দা

ই-বার্তা প্রতিবেদক।। ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাচিত প্রেসিডিয়াম মেম্বার, চলচ্চিত্র অভিনেত্রী ও টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গণের প্রিয়মুখ পাপিয়া সেলিম। শনিবার দিবাগত রাত ১০টার দিকে টাঙ্গাইল শহরের বকুলতলী রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহি.......... রাজিউন।

রবিবার সকালে টাঙ্গাইল শহরের পুরাতন কোর্ট মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে শহরের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও নাট্যাঙ্গণের বিশিষ্টজনরা অংশ নেন। পরে তার মরদেহ মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নারুচি গ্রামে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পাপিয়া সেলিমের ইচ্ছানুযায়ী তার অকাল প্রয়াত ছেলে জাতীয় টেনিস তারকা পিমনের কবরের পাশে তাকে দাফন করা হবে।

পাপিয়া সেলিম টাঙ্গাইল জেলা নিরাপদ সড়ক চাই’র সভাপতি, মহিলা আওয়ামী লীগ নেত্রী, থিয়েটার-টাঙ্গাইলের সভাপতি, সাপ্তাহিক পাপিয়া পত্রিকার সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাট্য বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সাংস্কৃতিক নগরী টাঙ্গাইলের মূল ক্রীড়নক ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর।

সর্বশেষ সংবাদ

ছোট পর্দা এর আরও সংবাদ