স্ত্রী সহ পুলিশের এসআই এর লাশ উদ্ধার


ই-বার্তা প্রকাশিত: ৯ই জুলাই ২০১৭, রবিবার  | বিকাল ০৫:২৫ রাজধানী

ই-বার্তা ।। মিরপুরের রূপনগরের একটি বাসা থেকে পুলিশের এক উপ-পরিদর্শক ও তার স্ত্রীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত এসআই আব্দুস সাত্তার (৩২) বাড্ডা থানায় নিয়োজিত ছিলেন।
শনিবার সন্ধ্যায় মিরপুরের রূপনগরের ২২ নম্বর সড়কের ৩২ নম্বর বাড়ির ছয়তলার একটি ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে রূপনগর থানার ওসি শহিদ আলম জানান।
হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাবিবুল হাসান রাত ৮টা ৪০ মিনিটে দুজনকে মৃত ঘোষণা করেন।

সাত্তারের সঙ্গে নিহত শম্পা (২৮) তার দ্বিতীয় স্ত্রী। বছরখানেক আগে প্রথম স্ত্রীর খালাত বোন শম্পার সঙ্গে তার বিয়ে হয় বলে পুলিশ জানায়।
এই এসআইয়ের প্রথম স্ত্রীর ঘরে ১০ ও ৬ বছরের দুটি ছেলে রয়েছে।
এ ঘটনাকে হত্যার পর আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

ওসি শহীদ বলেন, ধারণা করা হচ্ছে এসআই সাত্তার নিজের সরকারি অস্ত্র দিয়ে স্ত্রীকে গুলি করে আত্মহত্যা করেছেন।

পারিবারিক হতাশা থেকে এটা ঘটতে পারে বলে মনে করছেন তিনি।
সাত্তারের প্রথম স্ত্রী দুই শিশু সন্তানকে নিয়ে অন্য বাসায় থাকেন বলে জানান তিনি।

বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান, সাত্তার সহকারী উপ-পরিদর্শক থেকে সম্প্রতি উপ-পরিদর্শক পদে পদোন্নতি পান। পদোন্নতি পেয়েই গত ২৫ জুন বাড্ডা থানায় যোগ দেন তিনি।

সাত্তার এর আগে মিরপুরের দারুস সালাম, শাহ আলী ও পল্লবী থানায় দায়িত্ব পালন করেন।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ