ব্যাটিংয়ে ধুকছে ইংলান্ড


ই-বার্তা প্রকাশিত: ১৫ই জুলাই ২০১৭, শনিবার  | রাত ০৯:১৮ ক্রিকেট

ই-বার্তা।। সিরিজের দ্বিতীয় টেস্টের নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপাকে পরেছে ইংলান্ড। দক্ষিণ আফ্রিকার ৩৩৫ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করেছে ইংলিশরা।

প্রথম দিনে হাশিম আমলা আর কুইন্টন ডি ককের দারুণ শুরুতে বড় স্কোরই গড়তে যায় দক্ষিণ আফ্রিকা; কিন্তু শেষ দিকের ব্যাটসম্যানদের কিছুটা ব্যর্থতার কারণেই বলতে গেলে ৩৩৫ রানেই থেমে গেলো প্রোটিয়াদের ইনিংস।

প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৬ উইকেট হারিয়ে ৩০৯। দ্বিতীয় দিনের শুরুতে আর বেশিদুর এগুতে পারেননি ফিল্যান্ডার।

৭২ রান দিয়ে ৫ উইকেট নিলেন জেমস অ্যান্ডারসন। ৬৪ রান দিয়ে ৩ উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। বাকি দুই উইকেট নেন বেন স্টোকস।

জবাব দিতে নেমে কোণঠাসা স্বাগতিক ইংল্যান্ডও। অধিনায়ক জো রুট দাঁড়াতে না পারলে তো রীতিমত লজ্জাতেই পড়তে হতো। ৩ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার অ্যালিস্টার কুক এবং কিটন জেনিংস। কুক ৩ রান করলেও খাতাই খুলতে পারেননি জেনিংস। এরপর ৮৩ রানের জুটি গড়েন জো রুট আর গ্যারি ব্যালান্স। ২৭ রান করে ব্যালান্স আউট হয়ে গেলেও ৭৮ রান করেন রুট। এ পর জনি বেয়ারেস্ট ৪৫ ও বেন স্টোকস শূন্য রানে বিদায় নিলে ৬ উইকেটে ১৮৬ রান করে ইংলান্ড। এখনও ১৫৯ রান পিছিয়ে ইংল্যান্ড।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ