বাস উল্টোপথে যেতে না দেয়ায় সার্জেন্টের ওপর জবি শিক্ষার্থীদের হামলা


ই-বার্তা প্রকাশিত: ১৮ই জুলাই ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০১:৪৩ রাজধানী

ই-বার্তা ।। রাজধানীর বাংলামোটরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি দোতলা বাস উল্টোপথে যেতে না দেয়ায় পুলিশ সার্জেন্টের ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলা ও মারধরের ঘটনায় মামলা দায়ের করা হবে।

মঙ্গলবার মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া সেন্টারের উপ কমিশনার মাসুদুর রহমান।

তিনি বলেন, ট্রাফিক সার্জেন্টের ওপর শিক্ষার্থীদের হামলা ও মারধরের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলার শিকার ট্রাফিক সার্জেন্ট কায়সার হামিদ মমলা দায়েরের জন্য রমনা থানায় পৌঁছেছেন।

এর আগে সোমবার বিকাল ৫টায় শাহবাগের দিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি দোতলা বাস বাংলামোটর মোড়ে গিয়ে থামে। এ সময় কয়েকজন ছাত্র কারওয়ান বাজারের (সোনারগাঁও ক্রসিং) দিক থেকে শাহবাগগামী গাড়িগুলোকে থামিয়ে দোতলা বাস দুটিকে উল্টো দিকে নেয়ার চেষ্টা করে। তখন সেখানে কর্তব্যরত সার্জেন্ট উল্টো পথে যেতে বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাস থেকে আরও কয়েকজন ছাত্র নেমে সার্জেন্টকে মারধর শুরু করে। অবশ্য কিছু শিক্ষার্থী হামলাকারীদের থামানোর চেষ্টা করে।

এসময় আরেক সার্জেন্ট দ্রুত মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ শুরু করলে ছাত্ররা বাসে ফিরে যান। তখন বাস দুটি সোজা পথেই কারওয়ান বাজারের দিকে চলে যায়।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ