সবজি সর্বনিন্ম ৫০ টমেটো ২০০ টাকা কেজি


ই-বার্তা প্রকাশিত: ২১শে জুলাই ২০১৭, শুক্রবার  | দুপুর ০১:৪১ রাজধানী

ই-বার্তা ।। দেশের বিভিন্ন স্থানে বন্যা টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজা গুলোতে সবজির দাম অস্বাভাবিক হারে বেড়েই চলেছে।

ফসল নষ্ট হওয়ায় সরবরাহ কমার দাবি করে প্রায় সবধরনের সবজিতে ১০-১৫ টাকা বাড়তি দাম রাখছেন বিক্রেতারা।

তবে বিক্রেতাদের এই অভিযোগের ভিত্তিতে ক্রেতাদের অভিযোগ সবজির সরবরাহ যতটা কমেছে তার বেশি সংকট দেখানো হচ্ছে।

সালাদের পাশাপাশি তরকারি হিসেবে সারাবছরই বেশ চাহিদা রয়েছে এই সবজিটির। চলতি মাসের শুরুতেও রাজধানীর কাঁচাবাজারে টমেটোর দাম ছিলো ৮০-১০০ টাকা। অথচ সেই টমেটো এখন বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়। শুধু টমেটো নয়; বেগুন, করলা, পটল শসা; ৫০ টাকার নিচে মিলছে না কোন সবজিই।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ