জেনে নিন এ মৌসুমে রিয়াল-বার্সার ম্যাচের তারিখ


ই-বার্তা প্রকাশিত: ২২শে জুলাই ২০১৭, শনিবার  | বিকাল ০৩:১৬ ফুটবল

ই-বার্তা।। ক্লাব ফুটবলে সবচেয়ে সেরা লড়াই কোনটি? এ প্রশ্নের জবাবে চোখ বন্ধ করে সবাই উত্তর দেবে, “এল ক্ল্যাসিকো” অর্থাৎ রিয়াল-বার্সার লড়াই। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যকার ঐতিহ্যবাহী এই লড়াইটিই দেখার জন্য যেন সারা বছর উন্মুখ হয়ে থাকে ফুটবল প্রেমীরা। এখানে বিশ্বসেরা দুটি ক্লাবই নয় শুধু, মুখোমুখি হয় বিশ্বসেরা ফুটবলাররাও।

এবার অবশ্য মৌসুম শুরুর আগেই একবার এল ক্ল্যাসিকোর স্বাদ পেয়ে যাচ্ছেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে একবার মুখোমুখি হচ্ছে রিয়াল-বার্সা। ২৬ জুলাই এই ম্যাচটি মাঠে গড়াবে।

আবার মৌসুম শুরুর আগেই স্প্যানিশ সুপার কাপে লাল লিগা এবং কোপা


ডেল রে চ্যাম্পিয়ন হিসেবে পরস্পর মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ১২ আগস্ট ও ১৫ আগস্ট দু’বার এল ক্ল্যাসিকোয় মাতবেন ফুটবল প্রেমীরা।

এল ক্ল্যাসিকোর আসল মজাটাই লা লিগায়। যদিও লা লিগার ফিকশ্চার পুরোপুরি প্রকাশ হয়নি তবুও এল ক্ল্যাসিকোর দুটি ম্যাচেরই তারিখ প্রকাশ হয়ে গেছে। ২০ ডিসেম্বর বার্নাব্যুতে হওয়ার কথা প্রথম এল ক্ল্যাসিকো।

লা লিগায় ফিরতি এল ক্ল্যাসিকোটি অনুষ্ঠিত হবে মৌসুমের একেবারে শেষ মাসে। অর্থ্যৎ আগামী বছর মে মাসের ৬ তারিখ।

৩৮ রাউন্ডের মধ্যে ৩৬তম রাউন্ডে এসে লিগে ন্যু ক্যাম্পে দ্বিতীয়বার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ