ইনজুরি কাটিয়ে দ্বিতীয় টেস্টে ফিরছেন লোকেশ রাহুল


ই-বার্তা প্রকাশিত: ২রা আগস্ট ২০১৭, বুধবার  | রাত ০৮:০০ ক্রিকেট

ই-বার্তা ।। দুর্দান্ত ফর্মেই ছিলেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন তিনি। ইনজুরির কারণে শ্রীলঙ্কায় সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি ২৫ বছর বয়সী ওপেনার।

আগামীকাল বৃহস্পতিবার মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। আর এদিনে ইনজুরি কাটিয়ে একাদশে ফিরবেন লোকেশ রাহুল। তিনি একাদশে ঢুকলে ওপেনিংয়ে জায়গা ছেড়ে দিতে হচ্ছে শিখর ধাওয়ান কিংবা অভিনব মুকুন্দকে।

আগের ম্যাচে ১৯০ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন শিখর ধাওয়ান। আর মুকুন্দ দ্বিতীয় ইনিংসে করেছেন ৮১ রান। সুতরাং অভিজ্ঞতায় এগিয়ে থাকা ধাওয়ানের বাদ পড়ার সম্ভাবনা কম। তাই বাদ পড়তে পারেন মুকুন্দ।

দ্বিতীয় টেস্টের একাদশে রাহুলের ফেরা নিয়ে কোহলি বলেন, অবশ্যই রাহুল আমাদের দলের প্রতিষ্ঠিত ওপেনার। আমি মনে করি, তার মতো একজন ওপেনার থাকা দলের জন্য ভালো। গত দুই বছর আমাদের দলের জন্য অনেক কিছুই করেছে। প্রত্যাবর্তন তারই প্রাপ্য। টেস্টে ওপেনিংয়ে
তাকে দেখা যাবে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ