পাসপোর্ট করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা নেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর


ই-বার্তা প্রকাশিত: ৬ই এপ্রিল ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৩:৩৮ অন্যান্য

ই-বার্তা প্রতিবেদক।। বৃহস্পতিবার সচিবালয়ে ৬৯ তম পাসপোর্ট অফিস উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিবসহ পাসপোর্ট অফিসের মহাপরিচালক সেখানে উপস্থিত ছিলেন। এই অফিসে শুধুমাত্র সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার পাসপোর্ট করার সুযোগ পাবে।

তিনি জানান, ভারতের ভিসা প্রক্রিয়া আগের তুলনায় আরও সহজ হবে। বর্তমানে প্রতিদিন গড়ে তিন হাজার করে দেয়া ভিসা প্রয়োজনে আরও বাড়াবে তারা। ভারতীয় ভিসা ‘ই টোকেন’ পদ্ধতি ছাড়াই সহজে পাওয়ায় বাংলাদেশের জনগণ চিকিৎসা সেবা এবং ভ্রমণে উপকৃত হচ্ছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের পাসপোর্ট অফিসগুলো দালালমুক্ত করা হয়েছে। পাসপোর্ট করতে দালাল নয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা নিন। এমনকি পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া সহজ করতে হেল্প ডেস্ক করেছি। কেউ পাসপোর্ট পেতে জটিলতায় পরলে সেখান থেকে সুরাহা পাবেন।’ মন্ত্রী আরও বলেন, তাঁরা পাসপোর্ট অফিসের স্বল্পতা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ