২ কোটি ২৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আজ


ই-বার্তা প্রকাশিত: ৫ই আগস্ট ২০১৭, শনিবার  | দুপুর ০১:৫৭ অন্যান্য

ভিটামিন এ এর এর অভাব জনিত রোগ প্রতিরোধ, অন্ধত্ব ও রাতকানা রোগ নির্মূলের চেষ্টার অংশ হিসেবে সারাদেশের প্রায় ২ কোটি ২৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা দেয়া হবে দেশের এক লাখ ৪০ হাজারেরও বেশি সেবাদান কেন্দ্রে। শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু খাবে একটি করে লাল রঙয়ের ক্যাপসুল।

দেশব্যাপী এক লাখ ২০ হাজার কেন্দ্রসহ অতিরিক্ত আরও ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে দুর্গম এলাকায় একদিন পর অর্থাৎ ৬ থেকে ৯ আগস্ট বিশেষ ব্যবস্থায় এই ভিটামিন খাওয়ানো হবে। ৬ মাসের কম বয়সী এবং ৫ বছরের বেশি বয়সী ও অসুস্থ শিশুকে এ ভিটামিন খাওয়ানো যাবে না।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ