৪৮ ঘণ্টার অভিযানে আটক ১০০


ই-বার্তা প্রকাশিত: ৭ই আগস্ট ২০১৭, সোমবার  | দুপুর ০২:৫১ খুলনা

ই-বার্তা।। বাগেরহাটে ৪৮ ঘণ্টার বিশেষ অভিযানে ১০০ জনকে আটক করেছে পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনী।

নিষিদ্ধঘোষিত জঙ্গি, চরমপন্থি, মাদক চোরাকারবারী, তালিকাভূক্ত সন্ত্রাসীদেরে আটক করতে পুলিশের এই অভিযান নয় দিন ধরে চলবে। শেষ হবে ১৪ আগস্ট।

কিন্তু এ অভিযানে এখনও পযর্ন্ত কোনো জঙ্গি, চরমপন্থি, মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এছাড়া উদ্ধার করা যায়নি কোনো অবৈধ অস্ত্র।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় সকালে বলেন, বাগেরহাটে নিষিদ্ধঘোষিত জঙ্গি, চরমপন্থি, মাদক ব্যবসায়ী, তালিকাভূক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও তাদের ভান্ডারে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করতে গত ৬ আগস্ট থেকে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করতে পুলিশের একাধিক দল কাজ করছে। গত ৪৮ ঘণ্টায় বাগেরহাটে অভিযান চালিয়ে পুলিশ নিয়মিত অনিয়মিত মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ১০০ জনকে গ্রেপ্তার করেছে। তবে জেলার তালিকাভূক্তদের এখনো ধরা সম্ভব হয়নি। তাদের ধরতে অভিযান ১৪ আগস্ট পর্যন্ত চলবে।

সর্বশেষ সংবাদ

খুলনা এর আরও সংবাদ