ইতিহাস গড়ার পথে দেসপাসিত


ই-বার্তা প্রকাশিত: ১৩ই আগস্ট ২০১৭, রবিবার  | দুপুর ১২:৪৭ সংগীত

ই-বার্তা ।। এবছরের ১২ জানুয়ারি একটি নতুন গান ইউটিউবের একটা চ্যানেলে আপলোড করা হয়। কে জানত দেসপাসিত নামের স্প্যানিশ এই গানটি খুব কম সময়ে এতটা সাড়া ফেলে দিবে গানের জগতে।

লুইস ফনসি ও ড্যাডি ইয়াঙ্কির গাওয়া দেসপাসিত যেখানে একটি সংস্করণে সংগীত তারকা জাস্টিন বিবার ও কন্ঠ দিয়েছেন। গানটি এখন পর্যন্ত ইউটিউবে সর্বাধিকবার দেখা গানের তালিকার শীর্ষে রয়েছে। এখন পর্যন্ত গানটি ৩০৩ কোটি ৪৫ লাখ বারের মত। এটি ইউটিউবে ৩০০ কোটিবার দেখা প্রথম কোন গান।


এত দিন ইউটিউবে সর্বাধিকবার দেখা গানের তালিকার ১ নম্বরে ছিল উইজ খলিফা ও চার্লি পুথের গান ‘সি ইউ অ্যাগেইন’। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন ছবিতে এই গান ব্যাবহার হয়েছিল। গানটি কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ার সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’ গানকে ১ নম্বর থেকে ২–এ পাঠিয়েছিল।

এই গানের স্প্যানিশ অংশ গেয়েছেন ফনসি ও ড্যাডি ইয়াঙ্কি। মূলত বিবারের সংস্করণ প্রকাশ পাওয়ার পরপর মূল ‘দেসপাসিতো’ গানের কদর আরও বেড়ে যায়। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে স্প্যানিশ গানটির সুনাম।

সর্বশেষ সংবাদ

সংগীত এর আরও সংবাদ