নিরাপত্তাহীনতায় ভোগার মানুষ আমি নই : শাহরুখ


ই-বার্তা প্রকাশিত: ৭ই এপ্রিল ২০১৭, শুক্রবার  | রাত ০৮:৩০ বলিউড


ই-বার্তা প্রতিবেদক ।। সবাই ভাবছে পেছনে পড়ে গেলেন শাহরুখ। গত বাইশ বছর ধরে শাহরুখ খান নিজেই শুনে আসছেন কথাটা। তার ক্যারিয়ার শেষ! কিন্তু ক্যারিয়ার শেষ হওয়া তো দূরের কথা, জনপ্রিয়তা এতটুকুও কমেনি শাহরুখের।
এ বিষয়ে শাহরুখ বলেন, ‘নিরাপত্তাহীনতায় ভোগার মানুষ আমি নই। বহুদিন ধরে এই পেশায় আছি।আমার মনে হয় অভিনেতারা জলের মতো। স্রোত যেদিকে যাবে, আমিও সেদিকে যাই। গত পঁচিশ বছর ধরে ছবি করে আসছি দর্শকদের আনন্দ ও বিনোদন দিতে।মানুষ পছন্দ না করলে তিনি অভিনয়ে এতো বছর থাকতে পারতেননা বলেও জানান শাহরুখ ।
তিনি বলেন, ‘আমার লক্ষ একটাই। যে আড়াই ঘণ্টা দর্শকেরা প্রেক্ষাগৃহে থাকছেন, আমি কি তাঁদের মুড বদলাতে পেরেছি? এ ছাড়া আমার আর কোনো অনিরাপত্তা নেই। নিরাপত্তাহীনতার কোনো কারণও নেই।একটি ছবি হয়তো একটু খারাপ করল, কিন্তু অনেক ভালো করেছে এমন ছবিও কম নেই আমার। আমি ২২ বছর ধরে শুনছি যে, আমার ক্যারিয়ার নাকি শেষ। যারা এসব বলে তাঁরা ছবির ব্যবসাটা বোঝে না, এটাও বোঝে না যে, মানুষকে আনন্দ দিতে একজন অভিনয়শিল্পীকে কী করতে হয়।’

সর্বশেষ সংবাদ

বলিউড এর আরও সংবাদ