শ্রীলঙ্কার সামনে কঠিন সমিকরণ


ই-বার্তা প্রকাশিত: ১৯শে আগস্ট ২০১৭, শনিবার  | রাত ১১:৫৬ ক্রিকেট

ই-বার্তা।। আগামী বিশ্বকাপে সরাসরি খেলার জন্য এখন এক জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে লঙ্কানরা। ভারতের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তত দুটি ম্যাচে তাদের জিততেই হবে। না হয়, ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলা হবে না উপুল থারাঙ্গার দলকে। রবিবার থেকেই ভারতের বিপক্ষে শুরু হচ্ছে লঙ্কানদের ওয়ানডে সিরিজ।

র‌্যাংঙ্কিংয়ে আট নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। রেটিং পয়েন্ট ৮৮। তাদের চেয়ে পিছিয়ে থাকা (৯ নম্বরে) ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৮। দু’দলের মধ্যে ব্যবধান ১০। আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত এই অবস্থান ধরে রাখতে পারলেই কেবল তারা সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে। সে লক্ষ্যেই আগামীকাল থেকে ডাম্বুলায় শুরু হবে লঙ্কানদের মিশন।

ভারতের বিপক্ষে অন্তত দুটি ম্যাচ যদি জিততে পারে লঙ্কানরা, তাহলে তাদের রেটিং পয়েন্ট হবে ৯০। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ৮৮ রেটিং পয়েন্ট পর্যন্ত যাওয়া সম্ভব। তাও তাদের হাতে থাকা ৬ ম্যাচের সবগুলোতেই জিততে হবে। এর মধ্যে ১টি রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং বাকি ৫টি রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে।

শ্রীলঙ্কা এক ম্যাচ জিতলেও কাজ হবে না। কারণ, ওয়েস্ট ইন্ডিজ ৬ ম্যাচের সবগুলো জিতলে ভগ্নাংশের ব্যবধানে আট নম্বরে চলে আসবে ক্যারিবীয়রা। তবে যদি বাকি ৬ ম্যাচের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ডের কাছে হেরে যায়, তাহলে সরাসরি বাছাই পর্বে চলে যাবে তারা। সে ক্ষেত্রে ভারতের কাছে লঙ্কানদের হোয়াইটওয়াশও আর তাদের কোনো আশা বাঁচিয়ে রাখবে না।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ