ওয়ান্ডার ওম্যান সব ছাড়িয়ে শীর্ষে


ই-বার্তা প্রকাশিত: ২৬শে আগস্ট ২০১৭, শনিবার  | বিকাল ০৫:৪১ অন্যান্য

ই-বার্তা।। ২০০২ সাল থেকে সুপারহিরো ছবির মধ্যে শীর্ষস্থান দখল করে ছিল স্যাম রাইমির স্পাইডারম্যান। গত বছর এই রেকর্ড দখল করে ডেডপুল, কিছুদিন পর আবারও শীর্ষে পেঁৗছে স্পাইডারম্যান। এবার এই রেকর্ড ভেঙে আয়ের শীর্ষে পেঁৗছে গেল নারী নির্মাতা পেটি জেনকিন্সের ওয়ান্ডার ওম্যান। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। চলতি বছরের জুনে ছবিটি মুক্তির পর থেকে সর্বমোট আয় করেছে ৪০ কোটি ৪ লাখ মিলিয়ন ডলার, যেখানে স্পাইডারম্যানের রেকর্ড ৪০ কোটি ৩ লাখ মিলিয়ন ডলার। পেটির এ ছবিটি শুধু যুক্তরাষ্ট্রে আয় করেছে ৪০০ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাপী এর আয় ৮০০ মিলিয়নেরও বেশি। এরই মধ্যে স্টুডিও থিয়েটারে ছবিটি স্মরণাতীত ব্যবসা করেছে। এর পরবর্তী সিরিজ মুক্তি পাবে ২০১৯ সালের ১৩ ডিসেম্বর। ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী গ্যাল গ্যাডটকে নিয়েই নির্মিত হবে পরবর্তী সিক্যুয়াল।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ