ঈদে শিশুর পোশাক


ই-বার্তা প্রকাশিত: ২৯শে আগস্ট ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০১:১৬ লাইফ

ই-বার্তা ।। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর ঈদের ছোয়া বড়দের পাশাপাশি ছোটদের মনে যেনো একটু বেশী ই লাগে। বাড়ির কনিষ্ঠ সদস্যের ঈদকে সামনে রেখে উত্তেজনার মাত্রা সবচেয়ে বেশী। তাই ছোট্টমনির জন্য ও চাই বাহারি ঈদ পোশাক।

আয়োজনের কমতি নেই শিশুদের ঈদবাজারে। দেশি পোশাকের সঙ্গে শিশুদের জন্য আছে ওয়েস্টার্ন ডিজাইনের পোশাক।

ডিজাইনে রয়েছে রঙের বৈচিত্র্যময় ব্যবহার। মেয়েদের জন্য সুতির টু-পিস, থ্রি-পিস, স্কার্ট-টপ এবং এক ছাঁটের ফ্রকের বড় সংগ্রহ এনেছে বিভিন্ন ফ্যাশন হাউস। তবে এবারের ঈদে মেয়েদের পোশাকের মধ্যে কেপগাউন আর সারারাটাই বেশি চলছে। পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের লেহেঙ্গা, সালোয়ার কামিজ এবং শাড়ি।


ছেলেদের জন্য রয়েছে চেক আর ডোরাকাটা হাফ হাতা শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি ও ফতুয়া। এক্ষেত্রে এবার সুতি কাপড়ের প্রাধান্য রয়েছে বেশি। গ্রামীণচেকের হাফহাতা শার্টের ওপর বিভিন্ন প্রিন্ট, লেখা, কার্টুন আর ছবির ডিজাইন। সঙ্গে রয়েছে হাফ, ফুল এবং থ্রি কোয়াটার প্যান্ট। পাঞ্জাবিতে থাকবে ডিজিটাল প্রিন্ট ছাপা।

সাদা পাঞ্জাবির পাশাপাশি রঙিন পাঞ্জাবিও বেশ পছন্দ ছেলে শিশুদের। তবে ঈদ উপলক্ষে এবারে রাজা সাহেব, মনীশ মালহোত্রা, যুবরাজ সহ বিভিন্ন নতুন পাঞ্জাবি এবং শেরওয়ানীতেই শিশুদের নজর বেশি।



সর্বশেষ সংবাদ

লাইফ এর আরও সংবাদ