নিমের যত গুন !


ই-বার্তা প্রকাশিত: ২৯শে আগস্ট ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০১:২৯ লাইফ

ই-বার্তা ।। সেই আদিকাল থেকে মানুষ বিভিন্ন রোগের নিরাময় হিসেবে ব্যাবহার করছে নিম পাতা। কখনো ওষুধ আবার কখনো বা রূপচর্চার উপকরন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে নিম পাতা।

এছাড়া এই নিমের যে আরো কত উপকারিতা আছে তা যেনে আপনি শুধু অবাক ই হবেন। চলুন দেখে আসি নিমের এমনই পাঁচটি উপকারিতা সম্পর্কে।

১। চুল পড়া এবং ত্বকের র্যা শ বা ব্রণ কমাতে সাহায্য করে নিম। নিম পাতা বাটা কন্ডিশনার হিসাবে ব্যবহার করা যায়।

২। নিম পাতা রসে ভেজা তুলো বালিশের পাশে রাখুন। এতে পোকা-মাকড় আসবে না।

৩। নিমের খাদ্যগুণও অনেক। রোজ নিম পাতা খেলে জ্বরের প্রবণতা কমে। বিশেষ করে ম্যালেরিয়া থেকে রক্ষা পাওয়া যায়।

৪। নিমের সরু ডাল দিয়ে দাঁত পরিষ্কার করা ভাল। মাড়ি শক্ত হয় এবং দাঁতে সংক্রমণ হয় না।

৫। কোনও অংশে কেটে গেলে বা কোনও ভাবে জখম হলে অনেকেই সেখানে নিম পাতা বেটে লাগান। এতে জখম তাড়াতাড়ি সেরে ওঠে এবং কাটার দাগ থাকে না।


সর্বশেষ সংবাদ

লাইফ এর আরও সংবাদ