রাজধানীতে বর্জ্য অপসারণের জন্য নিয়োজিত থাকবে ১৭ হাজার কর্মী


ই-বার্তা প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০১৭, শনিবার  | দুপুর ০১:১০ রাজধানী

ই-বার্তা ।। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নির্ধারিত স্থানগুলোতে পশু কোরবানির জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে উভয় সিটি করপোরেশনের পক্ষ থেকে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

দুই সিটি কর্পোরেশনে ১৭ হাজার পরিচ্ছন্নতাকর্মী বর্জ্য অপসারণে নিয়োজিত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কর্মীরা বলছেন, ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা সম্ভব। এর জন্য নগরবাসী সহায়তা চেয়েছেন তারা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম এ রাজ্জাক বলেন, আমাদের ৬ হাজার ৫৫১ জন কর্মী রয়েছেন। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনার কাজে ৩৫০টি বিভিন্ন ধরনের গাড়ি নিয়োজিত থাকবে।

প্রায় ৩ লাখ ৮০ হাজার বর্জ্য রাখার ব্যাগ সরবরাহ করা হয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে কোরবানির বর্জ্য অপসারণের জন্য উত্তর সিটি করপোরেশনে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ৯৮৩০৯৬৩ নম্বরে ফোন করে এ বিষয়ে সহায়তা পাওয়া যাবে।

পশুর বর্জ্য অপসারণ শেষ না হওয়া পর্যন্ত এটি খোলা থাকবে।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ