বিকালে মুখোমুখি বাংলাদেশ-জাপান


ই-বার্তা প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার  | দুপুর ০১:৫৫ ক্রিকেট

ই-বাতা।। অনূর্ধ্ব-১৬ এশিয়ান চ্যাম্পিয়নশিপের বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজ শুক্রবার বিকাল ৪টায় চোনবুরির ইনিস্টিটিউট অব ফিজিক্যাল এডুকেশন ক্যাম্পাস স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বর্তমান রানার্সআপ জাপান। একই সঙ্গে তারা ২০১৪ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও ২০১৬ র রানার্সআপ। এই টুর্নামেন্ট তারা শক্তিশালী দল অস্ট্রেলিয়াকে ৫-০ গোলে উড়িয়ে যাত্রা শুরু করেছে। অন্যদিকে বাংলাদেশ প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে উড়ে গেছে ৯-০ ব্যবধানে। তাই কোচের আশা, প্রথম ম্যাচে ভয় কাটিয়ে কৃষ্ণা-মৌসুমীরা নিজেদের স্বাভাবিক খেলাটা মেলে ধরবে।

সেরা একাদশে গোলরক্ষকের জায়গায় পরিবর্তন আসতে পারে। রোকসানার জায়গায় নির্ভরযোগ্য গোলরক্ষক মাহমুদা খাতুন শুরু থেকে খেলতে পারেন। একই সঙ্গে কোচ গুরুত্ব দিচ্ছেন ম্যাচে মনোযোগ ধরে রাখা নিয়েও।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ