কয়েকগুন বেশি খরচে মধ্যপ্রাচ্যে যাচ্ছে শ্রমিকরা


ই-বার্তা প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার  | বিকাল ০৪:০৭ অন্যান্য

ই-বার্তা ।। বাংলাদেশিরা সরকার নির্ধারিত টাকা থেকে দ্বিগুণ-তিনগুণ বেশি অর্থ খরচে সৌদি আরবসহ ১৫টি দেশে যেতে বাধ্য হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ব্যক্তি উদ্যোগে ভিসা আসার কারণে এ ব্যয় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকার ও রপ্তানিকারকরা ভিসা সংগ্রহে উদ্যোগী হলে অভিবাসন ব্যয় সবার নাগালের মধ্যে থাকবে।

শুধু সৌদি আরবই নয়, মালয়েশিয়া, ওমান, কুয়েত, কাতারসহ কোন দেশেই সরকার নির্ধারিত ব্যয়ে যেতে পারছেন না কেউ।

সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ে উঠে এসেছে মালয়েশিয়া এক লাখ ৪০ হাজার থেকে এক লাখ ৬০ হাজার টাকা, লিবিয়ায় এক লাখ ৪৫ হাজার ৭৮০ টাকা, বাহরাইনে ৯৭ হাজার ৭৮০ টাকা, সংযুক্ত আরব আমিরাতে এক লাখ ৭ হাজার ৭৮০ টাকা, কুয়েতে এক লাখ ৬ হাজার ৭৮০ টাকা, ওমান এক লাখ ৭৮০ টাকা, কাতার এক লাখ ৭৮০ টাকা, ব্রুনাইতে এক লাখ ২০ হাজার ৭৮০ টাকা এবং লেবাননে এক লাখ ১৭ হাজার ৭৮০ টাকা।

বেশিরভাগ মানুষ বিদেশে যেতে পারছে না সরকার নির্ধারিত ব্যয়ে। এ কথা স্বীকার করে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বলছে, বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেছে নেয়া হবে আইনি ব্যবস্থা।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ