তবুও মায়ায়ানমার ফিরতে চায় রোহিঙ্গারা


ই-বার্তা প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০২:৪৭ অন্যান্য

ই-বার্তা ।। মিয়ানমারের রাখাইন থেকে বার বার বিতাড়িত হওয়ার পরও সেই আবাস স্থলেই ফিরে যেতে চান রোহিঙ্গারা। জন্মভূমির অধিকার ফিরে পাওয়ার ডাক পৌঁছাতে চান বিশ্ব দরবারে। পালিয়ে আসার সময় সেনাবাহিনীর গুলিতে আহত ও বাড়ি ঘরে লাগিয়ে দেয়া আগুনে দগ্ধ রোহিঙ্গারা জানান এমন আকুতি।

রোহিঙ্গারা বলেন, আমাদের সহায়-সম্পত্তি সব বার্মাতে, আমাদের সরকারের কাছে আমরা রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি চাই। আমাদের দেশে শান্তি আসলে এবং রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি দিলে আমরা বার্মায় ফিরে যেতে চাই।

মিয়ানমার সেনাবাহিনী হত্যাযজ্ঞের শিকার এক কাপড়ে দেশ ছাড়ার পরও রোহিঙ্গারা জানালেন নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি। এখনও চোখেমুখে রয়ে গেছে ভয় আর আতঙ্কের ছাপ। ফেলে আসা ভয়াবহ দু:সহ স্মৃতি তাড়া করে ফিরছে প্রতিনিয়ত তাদের। তারা তাদের দেশে অধিকার ফিরে পেতে চায়।

এক রোহিঙ্গা বলেন, আমরা রোহিঙ্গা। আমার কাছে সব সম্পত্তির দলিলপত্র রয়েছে।

চোখের সামনে দেখেছে প্রিয়জনের গলাকাটা লাশ আর জীবন্ত দগ্ধ হতে। দেখেছে তিলে তিলে গড়ে তোলা শেষ সম্বল বাপদাদার ভিটেবাড়ি পুড়িয়ে দেয়ার দৃশ্যও। তারপরও নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে তারা।

রোহিঙ্গারা বলেন, বার্মায় শান্তি আসলে আমরা ফিরে যেতে চাই।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষও চিকিৎসা শেষে আইন শৃঙ্খলাবাহিনীর মাধ্যমে শুরু করেছে তাদের পাঠানোর প্রক্রিয়া। এ পর্যন্ত ১০২ জনের মধ্যে ১৫ জনকে ছাড়পত্র দিয়েছে তারা।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ