দুপুরেই ফুলকোর্ট সভা


ই-বার্তা প্রকাশিত: ৩রা অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০২:০৪ অন্যান্য

ই-বার্তা ।। ফুলকোর্ট সভা ডাকা হয়েছে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে। এ সভায় আমন্ত্রন জানানো হয়েছে মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুর সোয়া দুইটায় জাজেস লাউঞ্জের ওই সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতিদের।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত সভা সংক্রান্ত বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেছেন হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক।

বিচার বিভাগের প্রশাসনিক গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনাগুলো ফুলকোর্ট সভায় করা হয়। আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব নেওয়ার দিনই এ সভা আহ্বান করা হলো।

অসুস্থতার কথা জানিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার একমাসের ছুটিতে যাওয়ার পর সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব পেয়েছেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা। বিচারপতি সিনহা রাষ্ট্রপতিকে ছুটির বিষয়টি চিঠি দিয়ে জানানোর পর সোমবার (০২ অক্টোবর) রাতেই রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ