সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্বপ্নের নতুন পোশাক বিতরণে স্মাইল প্লিজ


ই-বার্তা প্রকাশিত: ৩রা অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | রাত ০৮:১৫ অন্যান্য

ই-বার্তা।। অর্থনৈতিক কারণে কেউ যেন নতুন পোশাকের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই কারণেই স্বপ্নের স্মাইল প্লিজ নামের ইভেন্টটির উদ্যোগ। ২০১৫ সালে স্বপ্ন এই ইভেন্টের যাত্রা শুরু করে।

২৮ সেপ্টেম্বর,২০১৭ তারিখে দুপুরে ঢাকার উত্তরায় অবস্থিত ঝরাফুল বিদ্যানিকেতন নামের একটা স্কুলে সুবিধাবঞ্চিত ৪০ টা শিশুর মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়। বিতরণকালে স্কুলের স্বেচ্ছাসেবকগণ এবং স্বপ্নের স্বেচ্ছাসেবী স্বপ্নবাজগণ উপস্থিত থেকে বাচ্চাদের নতুন পোশাক পাবার অমলিন হাসি প্রত্যক্ষ করেন। ভাগ্যের নির্মম পরিহাসে এই স্কুলের বাচ্চাদের কেউ কেউ বাবা মা কে হারিয়েছে আবার কেউ কেউ নিতান্তই দারিদ্রতার সাথে সংগ্রাম করছে।

এই ইভেন্টের মাধ্যমে গত ২৫ সেপ্টেম্বর রাজশাহী অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়ের ৫০ টি পরিবারে উৎসব উপহার দেয়া হয়। এখন পর্যন্ত স্বপ্ন ৭১০ জন ভাগ্য বিড়ম্বিত মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছে।

স্মাইল প্লিজের ঢাকা কো অর্ডিনেটর ইয়াসিন আরাফাত মিলন জানান, স্মাইল প্লিজ ইভেন্টের মাধ্যমে যে এক ধরনের আন্দোলন শুরু হয়েছে সেটা অব্যহত থাকবে এবং সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ