হেলমেট মাথায় থাকলেই পুলিশ দিচ্ছে ফুল


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০১৭, বুধবার  | দুপুর ১২:৪৪ ঢাকা বিভাগ

ই-বার্তা ।। রাজবাড়ী শহরের প্রধান সড়কে এক ভিন্নধর্মী পদক্ষেপ নিলো পুলিশ। আগে শহরের বেশীরভাগ মোটরসাইকেল চালকরাই হেলমেত না পরে মোটর সাইকেল চালাতো। জেলা ট্রাফিক পুলিশের লাগাতার অভিযানে ওই সকল মোটর সাইকেল আটক, মামলা দায়ের ও জরিমানা আদায় করে এসেছে অনেকদিন ধরেই।

তবে বহুদিনের চেষ্টায় বর্তমানে শহরের চিত্র পাল্টে যাওয়ায় এবার হেলমেট পরিহিত মোটর সাইকেল চালকদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানিয়েছে রাজবাড়ীর ট্রাফিক পুলিশের সদস্যরা।

মঙ্গলবার দিনব্যাপী রাজবাড়ী শহরের জজ কোর্ট মোড়ে (আদালতের প্রবেশ পথে) তাদেরকে এই শুভেচ্ছা জানানো হয়।

জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মৃদুল কান্তি দাস, সার্জেন্ট পারভেজ, সার্জেন্ট শাহ্ নেওয়াজ এবং টিএসআই মো. আনোয়ার রাস্তায় দায়িত্ব পালন কালে হেলমেট পরিহিত প্রত্যেক মোটর সাইকেলের চালককে থামিয়ে হেলমেট পড়ে মোটর সাইকেল চালানোর জন্য তাদের হাতে রজনীগন্ধা ফুলের স্টিক তুলে দেন।

সর্বশেষ সংবাদ

ঢাকা বিভাগ এর আরও সংবাদ