ইরাকের উত্তর মধ্যাঞ্চলীয় শহর হাবিজা থেকেও উৎখাত আইএস, নিহত ১৯৬


ই-বার্তা প্রকাশিত: ৫ই অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৩:২৭ মধ্যপ্রাচ্য

ই-বার্তা ।। বর্বর সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) ইরাকের উত্তর মধ্যাঞ্চলীয় শহর হাবিজা থেকেও উৎখাত করা হয়েছে। এটি সন্ত্রাসী সংগঠনটির দখলে থাকা শেষ শক্ত ঘাঁটি।

তেলসমৃদ্ধ প্রদেশ কিরকুকের শহরটি থেকে বুধবার (৪ অক্টোবর) আইএসকে উৎখাত করে বিজয়ের পতাকা ওড়ায় ইরাকি সশস্ত্র বাহিনী। গত ২১ সেপ্টেম্বর হাবিজা পুনর্দখলে যৌথ অভিযান শুরু করে


করে তারা। এই অভিযানে অন্তত ১৯৬ জন আইএস জঙ্গি নিহত হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (৫ অক্টোবর) ইরাকি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, হাবিজার দক্ষিণে জঙ্গিদের প্রশিক্ষণ ক্যাম্প ও লজিস্টিকস সাইট হিসেবে ব্যবহৃত রাশাদ বিমান ঘাঁটি দখলের দু’দিন পর বুধবার শহরটিতে ঢোকে স্থানীয় নিরাপত্তা বাহিনী ও ইরাকি সেনারা। এখন হাবিজা আইএসমুক্ত।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ