আইএস ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া


ই-বার্তা প্রকাশিত: ৬ই অক্টোবর ২০১৭, শুক্রবার  | সকাল ১১:৩৪ মধ্যপ্রাচ্য

ই-বার্তা।। দুটি ডুবোজাহাজ থেকে সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট(আইএস)’র ঘাঁটিতে ক্যালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আল-জাওরে আইএসের অবস্থানের ওপর একাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়।

বৃহস্পতিবার ভূমধ্যসাগরের রুশ দুই ডুবোজাহাজ ‘ভেলিক নোভগোরোদ’ এবং ‘কোলিপিনো’ থেকে ১০ দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকোভ সাংবাদিকদের এ তথ্য দেন।

হামলায় মেয়াদিনের আইএসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, দেইর আল-জাওরে সন্ত্রাসী বিরোধী লড়াইয়ে রুশ বিমান এবং নৌবাহিনী সিরিয়াকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে।

দেইর আল-জাওরে রুশ বিমান অভিযানে আইএসের এক সমন্বয়কারী এবং সা ফিল্ড কমান্ডার নিহত হওয়ার মাত্র দু’দিনের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ