আজ থেকে শুরু লালন উৎসব


ই-বার্তা প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০১৭, সোমবার  | দুপুর ০১:৩৭ অন্যান্য

ই-বার্তা ।। আজ ১৬ অক্টোবর ফকির লালন সাঁই (১৭৭৪—১৮৯০) এর ১২৭তম তিরোধান দিবস।

এ উপলক্ষে তিন দিনব্যাপী লালন উৎসবের আয়োজন করা হয়েছে কুষ্টিয়ার শহরতলি কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন মাজার চত্বরে। সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের এ উৎসব উদ্বোধনের কথা রয়েছে।

লালন একাডেমির সহসভাপতি ও কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ১৮৯০ সালের এই দিনে লালন শাহ কুমারখালীর চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়ায় মৃত্যুবরণ করেন। তারপর থেকে প্রতিবছর এ উৎসব পালিত হচ্ছে।

তিরোধান দিবস উপলক্ষে এবারও দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার লালনভক্ত ও অনুসারীরা ছেঁউড়িয়ায় এসে ভিড় জমাচ্ছে। পাশাপাশি লালন মাজার শরিফ ও সেবা সদন কমিটির উদ্যোগে লালন মাজারসংলগ্ন আখড়াবাড়িতে আলাদাভাবে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ