ভিন্ন কাজে লবন !


ই-বার্তা প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | দুপুর ১২:১৭ লাইফ

ই-বার্তা ।। খাবারের স্বাদ বৃদ্ধির জন্য আর এর গুনগত মান বাড়ানোর জন্য সাধারণত লবন ব্যবহার হয়ে থাকে। কিন্তু আরো অনেক কাজে ব্যবহার হয়ে থাকে লবন। চলুন দেখে আসি বলবনের নানাবিধ ব্যবহার।

১. মশা কামড়ালে অনেক সময় লাল হয়ে ফুলে যায় ও চুলকায়। বেশি চুলকানোর ফলে ক্ষত হয়।
এটা রোধ করতে মশা কামড়ানো জায়গায় অল্প লবণ মেশানো পানি লাগিয়ে নিন। ঠিক হয়ে যাবে।

২. তামার বাসন ও গয়না অনেক দিন অব্যবহূত থাকলে কালো হয়ে যায়। তামার জিনিস ঝকঝকে করতে লবণ আর ভিনেগার
একসঙ্গে মিশিয়ে কিছু সময় বাসন বা গয়নার গায়ে লাগিয়ে রাখুন। এরপর মেজে নিন।

৩. কড়াইয়ের গরম তেলে সামান্য লবণ দিয়ে মাছ বা সবজি ভাজুন। তেল ছিটবে না।

৪. মোমবাতি জ্বালানোর আগে লবণ পানিতে ভিজিয়ে এরপর শুকিয়ে রাখুন। এতে মোমবাতির গা বেয়ে মোম গলে পড়বে না।

৫. পায়ে অতিরিক্ত ঘাম হলে জুতায় দুর্গন্ধ হয়। এটা দূর করতে রাতে সুতির কাপড়ে অল্প লবণ বেঁধে জুতার মধ্যে রেখে দিন।

সর্বশেষ সংবাদ

লাইফ এর আরও সংবাদ