ইন্টারনেটের গতি তিনদিন কম থাকবে


ই-বার্তা প্রকাশিত: ২২শে অক্টোবর ২০১৭, রবিবার  | বিকাল ০৪:৩৪ অন্যান্য

ই-বার্তা ।। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, আগামী ২৪-২৬ অক্টোবর ইন্টারনেটের ধীরগতি থাকতে পারে।

সচিবালয়ে রোববার নারীদের জন্য টেলিটকের বিনামূল্যে সিম বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেন, প্রথম সাবমেরিন ক্যাবল (সিমিইউ-৪) রক্ষণাবেক্ষণের কারণে তিনদিন ইন্টারনেটের গতি কমে যেতে পারে। তবে ওই সময় দ্বিতীয় সাবমেরিন কেবল থেকে ব্যান্ডউইডথ সরবরাহের পাশাপাশি বাংলাদেশ ছয়টি বিকল্প সাবমেরিন কেবলের (আইটিসি বা ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল) সঙ্গে যুক্ত থাকায় তেমন সমস্যা হবে না।

দেশের প্রথম সাবমেরিন ক্যাবল ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো দীর্ঘ সময়ের জন্য বিচ্ছিন্ন থাকাকালে পটুয়াখালীতে স্থাপিত দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সিমিইউ-৫) ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সংযুক্ত থাকবে দেশের ইন্টারনেট।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ