কার্লোস জে ফিনলে পুরস্কার পেলেন বাংলাদেশী বিজ্ঞানী


ই-বার্তা প্রকাশিত: ২২শে অক্টোবর ২০১৭, রবিবার  | বিকাল ০৫:২০ অন্যান্য

ই-বার্তা ।। বাংলাদেশের বিজ্ঞানী ডঃ সামির সাহা ও পাকিস্তানি বিজ্ঞানী শাহিদা হাসনাইন অণুজীব বিজ্ঞানে গবেষণার জন্য যৌথভাবে ইউনেস্কোর কার্লোস জে ফিনলে পুরস্কার পেলেন।

১৭ অক্টোবর ইউনেস্কো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডঃ সামির সাহা ঢাকা শিশু হাসপাতালের অণুজীব বিভাগের প্রধান। তিনি বাংলাদেশ ইন্সটিটিউট অব চাইল্ড হেলথের শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনের পরিচালক। শাহিদা হাসনাইন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। পুরস্কার হিসেবে প্রাপ্ত ১০ হাজার মার্কিন ডলার ভাগাভাগি করে নেবেন তারা।

আগামী ৬ই নভেম্বর ইউনেস্কোর ৩৯তম বার্ষিক সম্মেলনে তাদের হাতে এ পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে। মেনিনজাইটিসের জন্য দায়ী ২ টি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে টিকা আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা। ১৯৭৭ সালে কিউবা সরকারের উদ্যোগে অণুজীব বিজ্ঞান ও এর ব্যবহারিক প্রয়োগে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার চালু করা হয়।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ