“এবার জাগো নারী”- পুনম মায়মুনী
ই-বার্তা
প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০১৭, সোমবার
| বিকাল ০৪:৪৫
কবিতা
যুগে যুগে আমেনারাই নির্যাতিতার দলে,
কারণ সেতো একটাই, ওরা অসহায়, গরীব বলে।
একমুঠো ভাতের জন্য ছুটছে ওরা ঠাঁই হয় পরের ঘরে,
মালিকের মন যোগাতেই দিবানিশি কাজ করে।
তবুও পারে নাতো মন ভরাতে
পান থেকে খসলে পরে চুন
অমনি গরম খুন্তি ছ্যাঁকা
তার উপর ছিটিয়ে দেয় নুন ।
তার পরেও নাই যে মুক্তি
বিকাতে হয় রুগ্ন দেহ পিতা পূত্রের তরে
এমনি করে জীবন হারিয়ে যায়
অন্ধকারের ঘরে।
যুগে যুগে আর কতো সইবে
এই নারী জাতি?
অবহেলা, লাঞ্ছনা, গঞ্জনা
এই কি নারী তোমার পরিনতি?
এবার তুমি জেগে উঠো নারী
ভয়ে পিছু থেকো না আর!
তুমিও সৃষ্টির সেরা মানুষ তোমারও আছে
সবার মত সমঅধিকার।
মনে রেখো আজ যারা করছে নারীদের এই অপমান,
তারাই একদিন তোমার তরে জানাবে সম্মান।
বলছি নারী, তোমার কর্মগুণে
হও বলিয়ান, আগামীর দীপ জ্বেলে
তোমায় দেখে, চমকে উঠুক বিশ্বময়
স্বাধীনতার ডানা মেলে।।
আগের খবর ছন্নছাড়া
পরবর্তী খবর যুগলবন্দী
- পুনম মায়মুনী