যুগলবন্দী - পুনম মায়মুনী
ই-বার্তা
প্রকাশিত: ১লা নভেম্বর ২০১৭, বুধবার
| সন্ধ্যা ০৬:০৫
কবিতা
মেঘ ছাড়া আকাশ হয় না
চন্দ্র ছাড়া রাত,
তুমি ছাড়া আমি বন্ধু
পাই না জীবনের স্বাদ।
মেঘ ছাড়া বৃষ্টি হয় না
কৃষ্ণ ছাড়া রাধা,
তোমার আমার প্রেম যেনো
একই সুরে সাধা।
সুজন ছাড়া পিরিত হয় না
প্রেম শুধুই বিফলে।
ভ্রমর ছাড়া ফুলের মধু
ফুলেই জমে থাকে।।
আগের খবর “এবার জাগো নারী”- পুনম মায়মুনী