কাতালানপন্থীদের মাদ্রিদ্রে বিক্ষোভ


ই-বার্তা প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০১৭, সোমবার  | বিকাল ০৫:১৫ ইউরোপ

শত শত কাতালানপন্থী স্বাধীনতার দাবিতে স্পেনের রাজধানী মাদ্রিদ্রে বিক্ষোভ সমাবেশ করেছে। এছাড়াও, স্বাধীনতার দাবিতে কাতালোনিয়ায় স্বাধীনতাকামীদের বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে।

মাদ্রিদের প্লাজা দেল সোলে সামনে রোববার বিভিন্ন ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে সমাবেশে অংশ নেয় শত শত কাতালানপন্থী। এসময়, কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিলের বিষয়ে স্পেনের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে স্লোগান দেন অনেকে।

এছাড়া, স্বাধীনতার পক্ষে কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুইদেমন্তের অবস্থানের প্রতিও নিজেদের সমর্থনের কথা জানান তারা।

শনিবার স্পেনের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার এক জরুরি বৈঠক শেষে কাতালোনিয়ার নেতাদের সরিয়ে দিয়ে সেখানকার পার্লামেন্ট ভেঙে দেয়া হবে বলে জানান স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো। একইসঙ্গে, কাতালোনিয়ায় নতুন নির্বাচনের আয়োজন করা হবে বলেও জানান।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ