রুক্ষ চুলের যত্ন


ই-বার্তা প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৫:০১ লাইফ

ই-বার্তা।। অনেকের চুল প্রাকৃতিকভাবেই রুক্ষ ও শুষ্ক হয়। এছাড়া শীতের শুরুতে ও শীতকালে চুলের শুস্কতা অনেক বেড়ে যায়। এ ধরনের চুলের প্রয়োজন খানিকটা বাড়তি যত্ন। প্রাণহীন চুলের আগা ফেটে যাওয়া ও ভেঙে যাওয়ার মতো সমস্যা দূর করতে নিয়মিত নারকেল তেল ব্যবহার করা জরুরি। এছাড়া ব্যবহার করতে পারেন ঘরোয়া হেয়ার প্যাক।

জেনে নিন চুলের রুক্ষতা দূর করার জন্য কী কী করবেন-

- তেলের বিকল্প নেই
চুলের রুক্ষতা দূর করার জন্য নারকেল তেলের বিকল্প নেই। নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার করুন চুল ও মাথার ত্বকে। সপ্তাহে দুইদিন ব্যবহার করতে পারেন এ তেলের মিশ্রণ। তেল কখনোই এক ঘন্টার বেশি মাথায় রাখবেন না। পারলে ৩০ মিনিট পরেই চুলে শ্যাম্পু করে ফেলবেন।

- টকদই
রুক্ষ ও শুষ্ক চুলের যত্নে টকদই ব্যবহার করতে পারেন। সপ্তাহে একদিন টক দই চুলে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। তারপর শ্যাম্পু করে ফেলুন।

- ঠাণ্ডা দুধ
সপ্তাহে একদিন ঠাণ্ডা দুধ দিয়ে চুল ধুয়ে নিন। এটি ভেঙে যাওয়া চুলের জন্য উপকারী।

- অ্যালোভেরা জেল
বিবর্ণ চুলে অ্যালোভেরা জেল নিয়মিত ব্যবহার করলে কাজ হবে ম্যাজিকের মতো। অ্যালোভেরা জেল চুল ও মাথার তালুতে ঘষে ঘষে লাগিয়ে রাখুন সারারাত। পরদিন সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

- প্রোটিন ট্রিটমেন্ট চাই নিয়মিত
চুলের যত্নে মাসে দুইবার প্রোটিন ট্রিটমেন্ট করানো জরুরি। পার্লার থেকে করিয়ে নিতে পারেন এই ট্রিটমেন্ট। চাইলে বাসায়ও ঘরোয়া প্যাক তৈরি করে নিতে পারেন। এজন্য ডিম, দই ও সরিষার তেল একসঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।

- বেবি শ্যাম্পু ব্যবহার করতে পারেন
অনেক সময় শ্যাম্পুতে থাকা ক্ষারের কারণে চুল রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে। রুক্ষ চুলের যত্নে বেবি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এটি চুল নরম করবে।

- কন্ডিশনার ব্যবহার করুন
প্রতিবার শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না।

সর্বশেষ সংবাদ

লাইফ এর আরও সংবাদ