ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেনি তেহরান


ই-বার্তা প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০১৭, সোমবার  | দুপুর ০১:৪৪ মধ্যপ্রাচ্য

ই-বার্তা ।। তেহরান প্রতিরক্ষার স্বার্থে ক্ষেপণাস্ত্র তৈরি অব্যাহত রাখবে। দেশটির পার্লামেন্টে রোববার দেয়া বক্তব্যে একথা জানান ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেনি তেহরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র চুক্তিতে সমর্থন দেবে না জানানোর পর জবাবে এ কথা জানান রুহানি।

এছাড়াও ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হলেই যুক্তরাষ্ট্রের একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে রেহাই পাবে বলেও জানায় যুক্তরাষ্ট্র।

২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে পরমাণু চুক্তি করে ইরান। ওবামার আমলের হওয়া ওই চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেন ট্রাম্প।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ