ইসরাইলি বাহিনীর বিমান হামলায় গাজায় নিহত ৮


ই-বার্তা প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৫:২৭ মধ্যপ্রাচ্য

ই-বার্তা ।। একটি টানেল লক্ষ্য করে অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এছাড়াও, আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

হামলায় টানেলটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে অন্তত ছয়জন ফিলিস্তিনই ইসলামি আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের সদস্য বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র। এছাড়াও, অপর দু’জন হামাসের সদস্য বলেও নিশ্চিত করেন তিনি।

এ ঘটনায় আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইসরাইলি বাহিনী টানেলটি লক্ষ্য করে বিমান থেকে অন্তত ৫টি মিসাইল ছুঁড়েছে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। ইসরাইলি আগ্রাসনের হাত থেকে বাঁচতে টানেলটি দিয়ে খাদ্য দ্রব্যসহ বিভিন্ন নির্মাণ ও জ্বালানী সামগ্রী গাজায় নিয়ে আসতো এর বাসিন্দারা।

অনেকদিন ধরেই জীবনরক্ষাকারী এসব টানেল ধ্বংস করতে অভিযান চালিয়ে আসছে ইসরাইলি ও মিশরীয় বাহিনী। এদিকে, গাজায় টানেলে হামলায় ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ