ওভারটাইমের অর্থ দেয়ায় ফেসবুকের বিরুদ্ধে মামলা


ই-বার্তা প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০২:০৬ ইন্টারনেট

ই-বার্তা ।। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম সাইট ফেসবুক তাদের কর্মীদের ওভারটাইমের অর্থ পরিশোধ করে না এমন অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

প্রতিষ্ঠানের সাবেক কর্মী সুশি বিগার বাদী হয়ে মামলা দায়ের করেছেন ফেসবুকের বিরুদ্ধে। ফেসবুকের শিকাগো অফিসের ক্লায়েন্ট সলিউশন ম্যানেজার ছিলেন সুশি বিগার।

বিগার জানান, তাকে এবং তার সহকর্মীদের অবৈধবভাবে ব্যবস্থাপক হিসেবে শেণিভূক্ত করা হয়েছে যাতে করে ওভারটাইমের অর্থ থেকে বঞ্চিত করা যায়। ২০১৫ সালে ফেসবুক তাদের সেলস টিম পুনর্গঠন করে এবং এই কর্মীরা নিয়মিতভাবে সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করে। যদিও ঠিক কতজন কর্মীকে শ্রেণেভুক্ত করা হয়েছে তা জানা যায়নি। তবে মামলায় বলা হয়েছে প্রায় ২০০ কর্মী এই একই অবস্থার শিকার। এবং তারা সবাই ক্ষতিপূরণ হিসেবে সুদসহ বেতন দাবি করছে।

কোয়ার্টজকে ফেসবুক জানিয়েছে, এই মামলাটি যোগ্যতা ছাড়াই করা হয়েছে এবং আমরা নিজেদেরকে জোরালোভাবে রক্ষা করব। তবে মামলা দায়েরকারি বিগার মন্তব্যের জন্য অনুরোধে কোনো সাড়া দেননি।

সর্বশেষ সংবাদ

ইন্টারনেট এর আরও সংবাদ