নিউজিল্যান্ড-পেরুর প্লে-অফ ম্যাচে নেই হলুদ কার্ড!


ই-বার্তা প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৩:২৭ ফুটবল

ই-বার্তা ।। পেরু ও নিউজিল্যান্ড বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়ার লক্ষ্যে প্লে-অফে মুখোমুখি হবে। গুরুত্বপূর্ণ ম্যাচ দুটিতে দল দুটির পাশে কোনো হলুদ কার্ড লেখা থাকবে না। সোমবার এক বিবৃতিতে পেরুভিয়ান ফুটবল ফেডারেশন (এফপিএফ) এটি নিশ্চিত করেছে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে এফপিএফ আবেদন জানিয়েছিল, প্রতিপক্ষ নিউজিল্যান্ড যেহেতু বাছাইপর্বে অনেক কম ম্যাচ খেলেছে তাই নিয়মে পরিবর্তন আনা হয়। ফিফা সেই আবেদনে সাড়া দেয়ায় প্লে-অফে নামার আগে নিউজিল্যান্ড ও পেরুর খেলোয়াড়দের পাশে কোনো হলুদ কার্ড থাকবে না।

ওশেনিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সাত ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। এছাড়া দুই লেগের প্লে-অফে অংশ নেয় কিউইরা। অন্যদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১৮টি ম্যাচ খেলে প্লে-অফে জায়গা করে নেয় পেরু।

আগামী ১১ নভেম্বর ওয়েলিংটনে প্রথম প্লে-অফে পেরুকে আতিথ্য দেবে নিউজিল্যান্ড। চারদিন পর দ্বিতীয় লেগে ওশেনিয়ার দলটিকে আতিথ্য দেবে পেরু। দুই লেগের ফলাফল শেষে একটি দল ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেবে।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ