অস্ট্রেলিয়ায় মানব দেহের মডেল


ই-বার্তা প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৪:৫৩ অন্যান্য

ই-বার্তা ।। মানবদেহের মডেল প্রদর্শনী চলছে অস্ট্রেলিয়ার ক্যানবেরার জাতীয় গ্যালারিতে। সিলিকন, কাচ আর মানুষের চুল ব্যবহার করা হয়েছে এসব মডেলে। নিখুঁত মডেলগুলো সত্যিকার মানবদেহের বিভ্রম তৈরি করছে দর্শনার্থীদের মনে।

ভুল করবেন না জীবন্ত বলে। দেখতে মানুষের মত মনে হলেও এগুলো আসলে শিল্পীর হাতে গড়া মানবদেহের মডেল।

ভাস্কর্যগুলো দেখে অদ্ভুত কিংবা রোমাঞ্চকর অনুভূতি হতে পারে। কেউ হুইল চেয়ারে বসে ঘুরছেন। কেউ আবার দেখতে ভীষণ অদ্ভুত।

শিল্পীরা বলছেন, এসব ভাস্কর্যকে উপস্থাপন করা হয়েছে ডিজিটাল ও ভার্চুয়াল জগতের প্রতীক হিসেবে।

শিল্পী স্যাম জিন্কস জানান,এটা এরকম যে, কেউ একজন এই রুমের ভেতরে ঢুকলে তাদের মনে হতে পারে তারা একটি ম্যানিকুইন দেখছে। প্রথম দেখায় দর্শনার্থীরা এরকমই প্রতিক্রিয়া জানিয়েছে।

মডেলগুলো তৈরিতে করা হয়েছে প্রযুক্তির সুক্ষ্ম ব্যবহার। ভবিষ্যতের অতিবাস্তব শিল্পকলা কেমন হবে তার ধারণা দিতেই এই প্রদর্শনী।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ