অথনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের ঘোষণা জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্টের


ই-বার্তা প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৫:৫৮ অন্যান্য

ই-বার্তা ।। বহিষ্কৃত ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শুক্রবার শপথ নিতে যাচ্ছেন। বুধবার তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে জনতার উদ্দেশ্যে ভাষণে যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে কাজ করার ঘোষণা দেন।

এদিকে ক্ষমতার পালাবদল প্রক্রিয়ায় সবাইকে শান্তিপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। নতুন প্রেসিডেন্টকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে দক্ষিণ আফ্রিকা, চীন ও ব্রিটেন।

টানা ৩৭ বছর ধরে জিম্বাবুয়ের ক্ষমতায় থাকা মুগাবের পদত্যাগ এবং নতুন প্রেসিডেন্ট হিসেবে পক্ষকাল আগে মুগাবেরই বহিষ্কার করা ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়ার নাম ঘোষণায় হারারেবাসীর উল্লাস যেন বাঁধভাঙা।

প্রাণহানির আশঙ্কায় গত দুই সপ্তাহ দক্ষিণ আফ্রিকায় আত্মগোপনে থাকার পর বুধবার নানগাগওয়া দেশে ফিরলে শহরের প্রতিটি অলিগলি উৎসবে মেতে ওঠে।

দেশটির সাধারণ মানুষ বলেন, মুগাবে প্রজন্মের পর প্রজন্ম ক্ষমতা আঁকড়ে ছিলেন। নতুন নেতৃত্ব আমাদের একটি আধুনিক সমৃদ্ধ জিম্বাবুয়ের স্বপ্ন দেখাবে। যা মুগাবের আমলে সম্ভব হতো না।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ