গণভোটে জয়ী তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান


ই-র্বাতা প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০১৭, সোমবার  | দুপুর ১২:৫৬ ইউরোপ

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান নিজের নির্বাহী ক্ষমতা নিরঙ্কুশ করার গণভোটে জয়ী হওয়ার কথা ঘোষণা করেছেন। রোববার অনুষ্ঠিত গণভোটে ৫১.৫ শতাংশ ভোটার তুরস্কের ওপর এরদোগানের একচ্ছত্র মালিকানার পক্ষে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

গত জানুয়ারি মাসে তুর্কি পার্লামেন্টে সংবিধানের ১৮টি ধারায় বড় ধরনের পরিবর্তন অনুমোদন করে। সংবিধান সংশোধনের পক্ষে ৩৩৯ এবং বিপক্ষে ১৪২ ভোট পড়ে। ওই সংশোধনী জনগণ পছন্দ করে কিনা তা জানার জন্য রোববারের গণভোট অনুষ্ঠিত হয়।

রোববার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, “তুরস্কের ইতিহাসে এই প্রথম জনগণ এত গুরুত্বপূর্ণ একটি পরিবর্তনের ব্যাপারে পার্লামেন্টের আশা-আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়েছে।” তিনি দাবি করেন, “তুরস্কের ইতিহাসে এই প্রথম দেশের শাসনব্যবস্থা জনগণের মতামত নিয়ে পরিবর্তন করা হচ্ছে। এ কারণেই এর গুরুত্ব এত বেশি।

এদিকে গণভোটের ফলাফল ঘোষিত হওয়ার পরপরই তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলের বিভিন্ন স্থানে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ