শুভ বিবাহের প্রস্তুতি


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০১৭, শনিবার  | সন্ধ্যা ০৬:৫১ লাইফ

ই-বার্তা ।। এসে গেছে শীত, আর লেগে গেছে বিয়ের ধুম। বাংলাদেশে এই শীতকালকেই বেশিরভাগ মানুষ বিয়ের জন্য বেছে নেয়। কারণ গরমের সময় ঘেমে নেয়ে বিয়ের কাজ কাজকর্ম করে কারোরই শরীরে এনার্জি থাকেনা। আর থাকেনা চেহারায় জেল্লা। মেয়েদের সাজগোছ নষ্ট করে দেয়ার অন্যতম শত্রু হোলো গরম। তাইতো শীতকালেই সবাই আরাম করে বিয়ে বাড়ির সাজ আর বাকি সব কাজ করতে পারে।

এবারে আসল কথায় আসি। বিয়েতে সবার আগ্রহ থাকে বরের বাড়ি থেকে কনেকে কি কি উপহার দেয়া হোলো আর কনের বাড়ি থেকে বরকে কি কি উপহার দেয়া হোলো তার উপর। এর মধ্যে যদি এক-আধটা জিনিস ভূলে না আসে তাহলে গোটা বিয়ে বাড়ি সেই নিয়ে আলোচনা-সমালোচনায় মেতে উঠে। আর পছন্দ অপছন্দের ব্যপার তো আরো পরে। তাই এই শীতে যারা বিয়ের প্রহর গুনছেন আর শপিং শুরু করে দিয়েছেন। নিচের এই লিস্ট টি পকেটে করে নিয়ে যান। এতে আপনারই উপকার হবে।

বিয়ের সাজ ও প্রস্তুতি নিয়ে ই-বার্তার ধারাবাহিক লেখার প্রথম দিনে দেখে নিন কনের স্যুটকেসে কি কি দিবেন তার তালিকা।


১। লিপস্টিক
২। লিপ লাইনার
৩। নেইল পলিশ
৪। ফেস পাউডার
৫। আই লাইনার
৬। মাসকারা
৭। আই শেডো বক্স
৮। মেকআপ বক্স
৯। শাম্পু
১০। কনডিশনার
১১। হেয়ার ওয়েল
১২। সাবান
১৩। সোপ বক্স
১৪। পাউডার
১৫। পাউডার বক্স
১৬। টুথ পেস্ট
১৭। টুথ ব্রাশ
১৮। চিড়ুনি
১৯। তোয়ালে
২০। রুমাল
২১। টিপ
২২। আইব্রো পেনসিল
২৩। কাজল
২৪। চুলের ক্লিপ
২৫। চুলের কাটা
২৬। খোপা
২৭। বডি লোশন
২৮। মেহেদি টিউব
২৯। গ্লিটার
৩০। রাখি
৩১। আয়না
৩২। বডি স্প্রে
৩৩। পারফিউম
৩৪। সেফটিপিন (ছোট ও বড়)
৩৫। চুড়ি (কাচ, সিটি গোল্ড)
৩৬। নাকের নথ
৩৭। ঘড়ি
৩৮। ওড়না
৩৯। স্যান্ডেল
৪০। ফেসওয়াশ
৪১। মাউথ ওয়াশ
৪২। মেকআপ রিমুভার
৪৩। স্কিন টোনার
৪৪। হেয়ার স্প্রে
৪৫। নেইল কাটার
৪৬। শাড়ি (বেনারসি, জামদানি, সুতি)
৪৭। ব্লাউজ
৪৮। পেটিকোট
৪৯। সালোয়ার কামিজ- ২ সেট (সুতি, জর্জেট)
৫০। নাইট গাউন
৫১। মোজা
৫২। নরমাল ইউজ ব্যাগ, পার্টি ব্যাগ
৫৩। গহনা (গোল্ড + সিটি গোল্ড)
৫৪। জায়নামাজ
৫৫। তাসবিহ
৫৬। কোরান শরিফ
৫৬। আত্মীয়-স্বজন ও পরিবারবর্গের জন্য পোষাক
৫৭। আন্ডার গার্মেন্টস
৫৮। ট্রলি ব্যাগ
৫৯। চকলেট
৬০। ফুলের তোড়া

সর্বশেষ সংবাদ

লাইফ এর আরও সংবাদ