জাতীয় সংসদের স্পিকার এর সাথে ভারতের হাই কমিশনার এর সাক্ষাৎ


ই-বার্তা প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৪:৪১ রাজধানী

ই-বার্তা প্রতিবেদক।। আজ মঙ্গলবার ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সংসদ ভবনে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সাথে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ করেছেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে স্পিকার শিরীন বর্তমান সরকারের সঠিক ও সময়োপযোগী নেতৃত্বের প্রশংসা করেন। তিনি আরও বলেন, এবারের ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে সকল ইভেন্ট বিশ্ববাসীর কাছে ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করা হয়েছে। এই ডিজিটাল উপস্থাপনা বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের চমৎকৃত করেছে এবং এক্ষেত্রে আমাদের সক্ষমতা আমরা প্রমাণ করতে পেরেছি।
ভারতের হাই কমিশনার ১৩৬তম আইপিইউ সফলভাবে আয়োজনের জন্য স্পিকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং বাংলাদেশের জন্য এ ধরনের একটি সফল আয়োজনের জন্য প্রশংসা করেছেন।
এসময় তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান পারস্পরিক বন্ধুত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এবং দুই দেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ