পরিবহন সংশ্লিষ্টরা প্রভাবশালী ও ক্ষমতাধর : কাদের


ই-বার্তা প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০১৭, মঙ্গলবার  | সন্ধ্যা ০৭:০৫ রাজধানী

ই-বার্তা প্রতিবেদক ।। সড়ক পরিবহনে যাত্রীদের ভোগান্তি খুব দ্রুতই দূর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন ‘পরিবহন খানে বর্তমানে যে পরিস্থিতি চলছে সেটাকে নৈরাজ্য ছাড়া আর কি বলা যায়।’ ‘এসব পরিবহনের বিরুদ্ধে অভিযানে নামলেই তারা গাড়ি বন্ধ করে দিয়ে জনগণকে ভোগান্তিতে ফেলে। তবে এ ভোগান্তি দূর করতে আমি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছি।’

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গাড়ির সিন্ডিকেটের সঙ্গে জড়িতরা সামান্য লোক নয় মন্তব্য করে কাদের বলেন ‌এরা প্রভাবশালী ও ক্ষমতাধর। যারা ফিটনেসের কথা বলেন, তারাই আবার অন্যায়ভাবে ফিটনেসবিনহীন গাড়ি চালান। এসবের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলে তারাই গাড়ি বন্ধ করে নৈরাজ্য সৃষ্টি করেন।

পরিবহন খাতের অনিয়ম বন্ধ করতে তার ব্যর্থতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আই অ্যাম নট ইনফ্লুয়েনশিয়াল, আই এম অ্যাকটিভ, নন রিঅ্যাকটিভ।’

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ