তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভুটান গেলেন প্রধানমন্ত্রী


ই-বার্তা প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৫:২১ অন্যান্য

ই-বার্তা প্রতিবেদক।। আজ মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে ড্রুক এয়ারের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীরা তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা থেকে ভুটান রওনা হয়েছেন। এই সফরে ভুটানের সঙ্গে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ।
ভুটানের রাজধানী থিম্পুর রয়্যাল ব্যাঙ্কোয়েট হলে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হযেছেন বাংলাদেশের জাতীয় অটিজম বিষয়ক উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন ওয়াজেদ।
এছাড়া প্রধানমন্ত্রীর হেজো-তে বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিস্থাপন করবেন আগামীকাল।
ভুটান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীও রয়েছেন।
বৃহস্পতিবার তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ