সিটিং সার্ভিস বন্ধে ১৫ দিন পর সিদ্ধান্ত


ই-বার্তা প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০১৭, বুধবার  | রাত ০৯:২৩ রাজধানী

ই-বার্তা প্রতিবেদক ।। রাজধানীতে আপাতত সিটিং সার্ভিস চলবে। এটি বন্ধের ব্যাপারে আগামী ১৫ দিন পর সিদ্ধান্ত নেয়া হবে। এসময়ে এ সার্ভিসের বিরুদ্ধে কোন অভিযান পরিচালিত হবেনা বলে জানিয়েছে বিয়ারটিএ।

বুধবার বিআরটিএ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এতথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মশিয়ার রহমান।

বিকেলে ট্রাফিক পুলিশ, বিভিন্ন বাস মালিক সংগঠন ও সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বিআরটিএ। এরপরই সিটিং সার্ভিস চলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।

মশিয়ার রহমান আরো জানান যাত্রী দুর্ভোগ দূর করতে সিটিং সার্ভিস আপাতত চলবে। বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার পর সিটিং সার্ভিস বন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

গত ১৫ এপ্রিল থেকে রাজধানীতে সব ধরণের সিটিং সার্ভিস ও গেইট লক সেবা বন্ধ করে দেয় সরকার ও পরিবহন মালিকরা। কিন্তু গত তিনদিনে দেখা দেয় নানা সমস্যা । যাত্রীদের হয়রানি বেড়ে যায় পর্যাপ্ত পরিবহন না থাকায়।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ