চরম পরিবহন সঙ্কটে রাজধানীবাসি


ই-র্বাতা প্রকাশিত: ২০শে এপ্রিল ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০২:০৫ রাজধানী

জনগনের দুর্ভোগ কমানোর জন্য সিটিং সার্ভিস বন্ধ করার সিধান্ত নিলেও পরিবহন মালিক ও শ্রমিকদের চাপে ২ দিনের মাথায় আবার এই সিধান্ত বদলাতে বাধ্য হয়েছে সরকার।

গত বুধবার বিকেলে বিআরটিএ’র চেয়ারম্যান মশিয়ার রহমান সাংবাদিকদের বলেন জনগনের দুর্ভোগ কমাতে ১৫ দিনের জন্য সিটিং সার্ভিস চালু সিধ্মান্ত নেওয়া হয়েছে।

এদিকে আবার সিটিং সার্ভিস চালু রাখার কারনে নিয়মিত যাত্রিরা পরছে ভোগান্তিতে। সব রুটের বাস ড্রাইভার’রা যে যার ইচ্ছা মত গাড়ী চালাচ্ছে ইচ্ছা মত ভাড়া আদায় করছে। এছাড়া রাজধানীবাসি ব্যাপক পরিবহন সংকটে ভুগছে। সে কয়টি গাড়ী চলছে তাতে চলছে অরাজকতা।

অনেক যাত্রিদের অভিযোগ সেখানে সেখানে বাস যাত্রী তুলছে, দাড় করিয়ে যাত্রী নিচ্ছে আবার ভাড়াও নিচ্ছে সিটিং সার্ভিসের।
মোহাম্মাদপুর-গুলিস্থান-মতিঝিল রুটের রাজা সিটি,এটিসিএল

পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেকে। এতে করে ভোগান্তিতে পরেছে এই এলাকার সাধারন জনগণ।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ