অস্ট্রেলিয়াকে পরমাণু হামলার হুমকি উত্তর কোরিয়ার


ই-র্বাতা প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০১৭, রবিবার  | দুপুর ০২:২৩ এশিয়া

অস্ট্রেলিয়ায় ও পরমাণু হামলার হুমকি উত্তর কোরিয়ার
অস্ট্রেলিয়া ‘অন্ধভাবে মার্কিন পদাঙ্ক অনুসরণ’ করা অব্যাহত রাখলে দেশটির ওপর পরমাণু হামলা চালাবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, “অস্ট্রেলিয়া যদি উত্তর কোরিয়াকে কোণঠাসা ও শ্বাসরুদ্ধ করে ফেলার মার্কিন প্রচেষ্টাকে অনুসরণ করা অব্যাহত রাখে এবং ‘মার্কিন প্রভুর গোলাম’ থেকে যায় তাহলে তা হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত এবং সেক্ষেত্রে দেশটি উত্তর কোরিয়ার পরমাণু হামলার আওতায় চলে আসবে।”
পিয়ংইয়ং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ‘মারাত্মক হুমকি’ হয়ে দেখা দিয়েছে বলে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ মন্তব্য করার পর এ হুমকি দিল উত্তর কোরিয়া।
বিশপের এ বক্তব্যর জবাবে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র এসব বক্তব্যকে ‘আবর্জনার স্তুপ’ বলে প্রত্যাখ্যান করেন। তিনি অভিযোগ করেন, অস্ট্রেলিয়া ‘অন্ধভাবে এবং সোৎসাহে মার্কিন পদাঙ্ক অনুসরণ করছে।’
তিনি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে কঠোরভাবে হুঁশিয়ার করে দিয়ে বলেন, “আমেরিকার তোষামোদী করার আগে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল নিজের লাগামহীন জিহ্বা নিঃসৃত বাক্যগুলোর পরিণতি সম্পর্কে দুইবার ভাবা।”

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ