এক আঘাতেই ডুবে যাবে ‘কার্ল ভিনসন’


ই-র্বাতা প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০১৭, সোমবার  | দুপুর ০১:৫৮ এশিয়া

মার্কিন রণতরীকে ডুবিয়ে দিতে মাত্র একটি গোলার আঘাতই যথেষ্ট বলে জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি মুখপত্র দৈনিক রডং সিনমুন এক সংবাদভাষ্যে লিখেছে, ইউএসএস কার্ল ভিনসন ‘মাত্র একটি আঘাতেই’ ডুবে যাবে।

কার্ল ভিনসনের নেতৃত্বে মার্কিন নৌবাহিনীর একটি স্ট্রাইক গ্রুপ চলতি সপ্তাহেই কোরিয় উপদ্বীপে পৌঁছাবে বলে জানা গেছে। উত্তর কোরিয়ার ব্যাপারে আমেরিকার ‘কৌশলগত ধৈর্যের বাঁধ ভেঙে গেছে’ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গ্রুপটিকে কোরিয় উপদ্বীপে পাঠিয়েছেন।

রডং সিনমুনের সংবাদভাষ্যে বলা হয়েছে, পরমাণু চালিত মার্কিন বিমানবাহী রণতরীকে মাত্র একটি আঘাতে ডুবিয়ে দিতে প্রস্তুত রয়েছে আমাদের বিপ্লবী বাহিনী। আমেরিকাকে ‘আসল জন্তু’ হিসেবে আখ্যায়িত করে এতে আরো বলা হয়, ওই আঘাত হবে ‘আমাদের সামরিক শক্তি প্রদর্শনের একটি প্রকৃত উদাহরণ।’

উত্তর কোরিয়ার অপর রাষ্ট্রীয় সংবাদপত্র মিনজু জসন একই কথার পুনরাবৃত্তি করে লিখেছে, দেশটির সেনাবাহিনী শত্রুদের এমন নির্দয় ও ধ্বংসাত্মক আঘাত হানবে যাতে তারা আর কখনো উঠে দাঁড়াতে না পারে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ