ভোট গ্রহন চলছে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের


ই-র্বাতা প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০১৭, রবিবার  | বিকাল ০৪:২৫ ইউরোপ

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোট চলছে। ভোট দিচ্ছেন চার কোটি সত্তর লাখেরও বেশি ভোটার। ৬৭ হাজার কেন্দ্রে নেয়া হবে ভোট।

সব মিলিয়ে ১১ জন প্রার্থী অংশ নিচ্ছেন এবারের নির্বাচনে। তবে মূল লড়াই হবে মধ্যপন্থি ইমানুয়েল ম্যাকরন, কট্টর ডানপন্থি মারিঁ লে পেন, রিপাবলিকান ফ্রাঁসোয়া ফিওঁ এবং কট্টর বামপন্থি জ্যঁ লুক মেলেঞ্চনের মধ্যে। কয়েক দশকের মধ্যে এবারই ফ্রান্সে সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচন হবে বলে আভাস পাওয়া গেছে।

নির্বাচন উপলক্ষ্যে দেশজুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে ৫০ হাজারেরও বেশি পুলিশ সদস্য। থাকছে সাত হাজারেরও বেশি সেনাসদস্যও। প্রথম দফায় কোন প্রার্থী ৫০ ভাগ ভোট পেতে ব্যর্থ হলে শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে ৭ মে হবে রান অফ ভোট।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ